how to bootable pendrive using rufus? কিভাবে Pendrive Bootable করতে হয়?


how to bootable pendrive using rufus? কিভাবে Pendrive Bootable করতে হয়?


আসসালামু-আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমাদের আজকের আর্টিকেলটি কিভাবে লেপটপ বা ডেস্কটপ কম্পিউটারে USB Pen drive এর মাধ্যমে Windows দেওয়া যায়, সে বিষয়ে। 


বর্তমান সময়ে কম্পিউটার নাই বা Windows সম্পর্কে জানেনা এমন লোকের সংখ্যা খুবই কম। মাঝে মাঝে আমাদের শখের কম্পিউটারে Virus এর কারনে অথবা কম্পিটার স্লো হওয়ার কারনে আমরা বিভীন্ন Windows Install করে থাকি। কেউ DVD Drive এর মাধ্যমে আবার কেউ USB Pen drive Bootable করার মাধ্যমে। 


যেহেতু DVD Drive সম্পর্কে মোটামুটি সবাই অবগত, তাই আজ আমরা কীভাবে Pen drive Bootable করতে হয়, তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক।


What You Need for Pen drive Bootable?/ Pen drive Bootable করতে কী কী লাগে?


  • সবার আগে আপনি যেই Pen drive Bootable করবেন, সেটি কমপক্ষে ১৬ গিগাবাইট (GB) হতে হবে। ৮ গিগাবাইট হলেও হবে। তবে ১৬ গিগাবাইট হলে রিস্ক ফ্রি হওয়া যায়।


  • দ্বিতীয়ত আপনি যেই Windows Install করবেন সেটির ISO File অথবা ISO File এর ZIP File থাকতে হবে। আপনার কাঙ্ক্ষিত ISO File ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিবেন এবং মনে থাকে এমন কোনো Drive এ সেভ করে রাখবেন।


  • তৃতীয়ত আপনি যে Pen drive Bootable করবেন, সেটা কোন Partition Style এ করবেন তা নিশ্চিত করতে হবে।  সকল কম্পিউটার সাধারণত ২টি Partition Style এ হয়ে থাকে, ১) GPT (GUID Partition Table),    ২) MBR (master boot record). চলুন আমাদের কম্পিউটার Hard Drive কোন Partition এ করা সেটা দেখে নেই ।



How To Find GPT or MBR? / কিভাবে কম্পিউটারে GPT অথবা MBR বের করবেন?



How To Find GPT or MBR? / কিভাবে কম্পিউটারে GPT অথবা MBR বের করবেন?


  • প্রথমে My Computer / This PC (যার যেটা থাকে) এর উপর Right Click করতে হবে। তারপর Manage থেকে Disk Management এ ক্লিক করতে হবে। তাহলে ডান পাশে আপনার যতগুলো Drive কম্পিউটারে লাগানো আছে সবগুলো শো হবে। আমার কম্পিউটারে ২টা লাগানো, তাই ২টা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আপনার Windows যেটাতে ইন্সটল আছে, অথবা যেটাতে ইন্সটল করবেন তার বাম পাশের নামের উপর (Basic 0, Basic 1 etc.) Right click করতে হবে। 

How To Find GPT or MBR? / কিভাবে কম্পিউটারে GPT অথবা MBR বের করবেন?


  • Right Click করার পর আপনার সামনে একটা বক্স আসবে, সেখান থেকে Properties এ যেতে হবে। তারপর আরেকটা বক্স আসবে, সেখান থেকে Volumes এ যেতে হবে। এখন আপনি দেখতে পাবেন যে আপনার Hard Drive GPT Partition এ আছে নাকি MBR Partition এ আছে। এখন এই Partition Style অনুযায়ী আপনাকে Pen drive Bootable করতে হবে।

How To Find GPT or MBR? / কিভাবে কম্পিউটারে GPT অথবা MBR বের করবেন?



How To Pen drive Bootable For Windows? / কিভাবে Pen drive Bootable করতে হয়?


How To Pen drive Bootable For Windows? / কিভাবে Pen drive Bootable করতে হয়?


  • Pen drive Bootable করার জন্য আপনাকে Pen drive Bootable Software এর সাহায্য নিতে হবে। ইন্টারনেটে অনেক বুটেবল সফটওয়ার আছে, তার মধ্যে মোটামুটি ভালো জনপ্রীয় সফটওয়ার হলো ‘Rufus’. এই সফটওয়ার দিয়ে খুব সহজে Pen drive Bootable করা যায়। তো চলুন দেখে নেই ‘Rufus’ কিভাবে Download করবেন।


  • যে কোন ব্রাউজারের এড্রেস বারে Rufus লিখে সার্চ করলে Rufus এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। ওয়েবসাইটে ঢুকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে Rufus এর কয়েকটা ভার্সন দেখতে পাবেন। প্রথমে যেটা আছে সেটা ডাউনলোড করে ইন্সটল করবেন।

Rufus Download

Rufus Download


  • Rufus Download করার পর যেভাবে অন্য সফটওয়ারগুলো ওপেন করেন, সেভাবেই Rufus ওপেন করবেন। Rufus ওপেন করার আগে অবশ্যই যে Pen driveWindows Bootable করবেন সেটা আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিবেন তারপর Rufus ওপেন করবেন।


  • পেনড্রাইভ কানেক্ট করার পর Rufus ওপেন করলে কিছু সেটিংস দেখতে পাবেন, Device: এখানে  আপনার Pen drive Show করবে। যদি Pen drive কম্পিউটারের সাথে কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু শো করবে না। 


  • Boot selection: এখানে ডান পাশে লক্ষ্য করলে দেখবেন যে Select নামের একটা অপশন আছে। এখান থেকে আপনি ISO File টি যেখানে সেভ করেছিলেন, সেখান থেকে তা Select করে দিবেন। তারপর Image option যেভাবে আছে সেভাবে রেখে দিবেন।


  • Partition scheme: এখানে ডিফল্ট ভাবে GPT দেখানো থাকে। আপনার Partition style যদি GPT থাকে, তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। আর যদি MBR থাকে, তাহলে সেটা পরিবর্তন করে দিতে হবে। Partition style কিভাবে বের করতে হয় আমরা তা উপরেই আলোচনা করেছি। তারপর Target system এবং Show advanced drive properties যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন।


  • Volume label: এখানে ডিফল্ট ভাবে আপনি যেই ISO File টি সিলেক্ট করেছিলেন, সেটার নাম দেখাবে। আপনি চাইলে নাম পরিবর্তন করে নিজের মত নাম দিতে পারেন। এরপর বাকি সবকিছু যেভাবে আছে সেভাবে রেখে Start বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার Windows Install এর জন্য Bootable Pen drive Ready হয়ে যাবে।


অনেক কষ্ট করে আর্টিকেলগুলো লিখি, যদি আপনার একটু উপকার হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post