Top 6 Best Extension For Google Chrome / গুগল ক্রোম ব্রাউজারের ৬টি Best Extension.
আসসালামু-আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমাদের আজকের আর্টিকেলটি অনেক বেশি দরকারি এবং মজাদার একটি আর্টিকেল। বিশেষ করে যারা মোটামুটি দিনের অধিকাংশ সময় ইন্টার্নেটে কাটায়, তাদের জন্য খুবই কাজের। তো চলুন শুরু করা যাক।
বর্তমান সময়ে মোবাইল এবং কম্পিউটারের জনপ্রীয় একটি ব্রাউজার হলো গুগল ক্রোম। কারণ এটি তুলনামূলক অনেক হালকা এবং অনেক ফাস্ট। অনেক সুযোগ সুবিধাও আছে এতে। এ ব্রাউজারের একটি অন্যতম সুবিধা হলো এর এক্সটেনশন। দারুন দারুন কিছু এক্সটেনশন এড করে এতে অনেক কাজ সহজেই করা সম্ভব। তো চলুন আজ গুগল ক্রোম ব্রাউজারের ৬টি Best Extension এবং এগুলোর কাজ সম্পর্কে জেনে নেই।
বর্তমানে YouTube বলেন অথবা অন্য যেকোনো ওয়েবসাইট বলেন নানা করম এডস দিয়ে ভরা। দরকারি সময়ে বা মাঝে মাঝে এই এডস এর কারনে নিজের মোবাইল বা কম্পিউটার ভেঙ্গে ফেলতে ইচ্ছে করে। এখন থেকে এডস এর দিন শেষ। আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজারে uBlock Origin Extension টি ইন্সটল করে প্রায় প্রতিটি ওয়েবসাইটের Ads Block করতে পারেন। এই Extension টি অটোমেটিক এডস ব্লক করে দিবে। আবার আপনি যদি চান যে কোনো ওয়েবসাইট Block করবেন না, তাহলে আপনি সেটা আনলক করে রাখতে পারবেন। মূলত Ads Block করলে ওয়েবসাইট হালকা হয় এবং লোডীং স্পীড ও বেড়ে যায়।
বর্তমান সময়ের সবছেয়ে জনপ্রীয় এবং সবছেয়ে বড় মিডিয়া শেয়ারিং ফ্লাটফর্ম হলো YouTube. বিশ্বে এমন কোনো লোক নেই যে YouTube কি জিনিষ তা জানেনা। আমরা প্রায় প্রতিদিনেই নানা রকমের ভিডিও দেখি। মাঝে মাঝে ভিডিও দেখার মধ্যেই অনেক বড় বড় এডস আসে এবং ৫ সেকেন্ড পর Ads skip করতে হয়। মনে করুন আপনি একটা মুভি প্লে করে খানিকটা দূর থেকে দেখছেন। এখন হঠাৎ করে ২ মিনিটের একটা এডস আসল, তখন আপনি মনিটরের সামনে আসবেন এবং মেনুয়ালী মাউস দিয়ে Ads skip বাটনে ক্লিক করবেন। ঠিক এই কাজটা যদি অটোমেটিক Ads skip হয়ে যেত তখন কেমন লাগতো? অবশ্যই ভালো লাগতো। এই কাজটা আপনি অনায়াশেই করতে পারেন YouTube Ad Skipper Extension টি দিয়ে। Extension টি শুধুমাত্র ইন্সটল করুন, আপনার কাজ শুরু।
মনে করুন আপনি গুগলে প্রয়োজনীয় একটা আর্টিকেল সার্চ করলেন। এখন এটা ইংরেজি ছাড়া আপনার কাঙ্ক্ষিত ভাষায় আর আর কোথাও খুজে পেলেন না, তখন কী করবেন? অথবা যদি এমন হতো যে ইংরেজি লেখার কিছু অংশ বাংলা করার প্রয়োজন সেটুকু সেলেক্ট করলে বাংলা হয়ে যেতো তাহলেতো অবশ্যই ভালো লাগতো। আপনি চাইলে ইংরেজি আর্টিকেলটি আপনার কাঙ্ক্ষিত ভাষায় Google Translate Extension এর মাধ্যমে Translate করে পড়তে পারেন। এই Extension এর মাধ্যমে মাত্র এক ক্লিক করে যেকোনো স্থানের টেক্সট ট্রান্সলেট করে নিতে পারেন খুব সহজেই।
আমরা এমন অনেকেই আছি যারা মোটামুটি অনেক রাত পর্যন্ত কম্পিউটার ব্যবহার করি, নিজের প্রয়োজনে অথাবা কাজের জন্য নানা ওয়েবসাইট ভিজিট করতে হয়। মাঝে মাঝে ওয়েবসাইটগুলোর লাইট ভিউ এর কারনে আমাদের চোখের অনেক রকমের সমস্যা হয়। যদি ওয়েবসাইটগুলো ডার্ক মোডে ওপেন করা যায় তাহলেতো ভালই হয়। হ্যা Dark Mode Extension টির মাধ্যমে এই কাজটাও করা সম্ভব। যেকোনো ওয়েবসাইটকে এই Extension এর মাধ্যমে ডার্ক মোডে ওপেন করা যায়। এই Extension টি মোটামুটি সবার জন্যই অনেক কাজের। চাইলে এটি ব্যবহার করতে পারেন।
VPN চেনেনা এমন লোক বর্তমানে নেই বললেই চলে। কাজের ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে এমন অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে হয়, যেগুলো VPN ছাড়া প্রবেশ করা যায়না। যেমন বর্তমানে জনপ্রীয় একটি ডাউনলোড সাইট mediafıre এ সরাসরি প্রবেশ করা যায়না। এর জন্য প্রয়োজন VPN। যদিও কম্পিউটারে ডিফল্ট ভাবে VPN Set করার অপশন আছে, কিন্তু তাতে আলাদা সফটওয়্যার ইন্সটল করতে হয়। এই Extension টির মাধ্যমে কম্পিউটারে অতিরীক্ত কোনো সফটওয়্যার ইন্সটল করা ছাড়া সহজেই mediafıre এর মত সাইটগুলোতে প্রবেশ করা যায়। আপনি চাইলে এই Touch VPN Extension টিও ব্যবহার করে দেখতে পারেন।
যারা গ্রাফিক্স ডিজাইনার বা যারা কালার নিয়ে কাজ করে এই Extension টি তাদের অনেক কাজে আসবে। মাঝে মাঝে প্রয়োজনীয় অনেক কালারের দরকার হয় যেগুলো সচরাচর পাওয়া যায়না। তখন আমরা গুগলে সার্চ করি। কিন্তু অধিকাংশ সময়ে কাঙ্ক্ষিত কালারের কোডও পাওয়া যায়না। তখন আমরা কি করি? সেই কালারের সাথে মিল আছে এমন কোনো ছবি ডাউনলোড করে সেটাকে ফটোশপে ওপেন করে Eyedropper Tools দিয়ে কালার সিলেক্ট করি। এতে অনেক সময় লেগে যায়। এখন থেকে আপনি চাইলে যেকোনো ওয়েবসাইট থেকে অথবা যেকোনো স্টিল ইমেজ থেকে ডাউনলোড করা ছাড়া ColorPick Eyedropper Extension টি দিয়ে সহজেই কালার পিক করে নিতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনাররা অবশ্যই এই Extension টি ব্যবহার করে দেখতে পারেন।
এই ছিলো আমাদের আজকের গুগল ক্রোম ব্রাউজারের ৬টি Extension নিয়ে করা পোস্ট। আশা করি প্রত্যেকটি Extension-ই আপনাদের খুবই ভালো লাগবে । যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না।
Post a Comment