How to turn off Windows 10 auto update? / কিভাবে Windows 10 auto update বন্ধ করবেন?


How to turn off Windows 10 auto Update?




আসসালামু-আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু।

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বর্তমান ডিজিটাল যুগে দিন দিন নিত্য নতুন জিনিস তৈরি হচ্ছে, নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে আবার সেগুলোর সমাধান ও দ্রুত বের হচ্ছে।


আমরা এখনো অনেকেই আছি যারা সীমিত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট চালাই। আবার কেউ কেউ SIM কম্পানির ডাটা কিনে ব্যবহার করি। এতে আমাদের কম্পিউটারে Net Browsing সহ নানা কাজ ঠিকমত করা সম্ভব হয়না। তার উপর যদি কম্পিউটারের বেকগ্রাউন্ডে Windows update হতে থাকে, তাহলেতো কোনো কথাই নাই। আজকের বিষয়টা আমাদের এটাই। 


আজ আমরা windows 10 update permanently disable কিভাবে করতে হয় সে বিষয়ে জানব। তো চলুন এটার একটা সমাধান বের করা যাক।




First Method.


১। প্রথমে My Computer/ This PC (যার যেটা থাকে) এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Manage এ ক্লিক করতে হবে। তারপর Service and Applications এ ক্লিক করতে হবে। এরপর তার নিচে শুধুমাত্র Services এর উপর ক্লিক করতে হবে।


My Computer / This Pc + Manage.


২। এখন দেখুন এখানে অনেকগুলো Services শো করতেছে। এতগুলো Service এর দিকে না তাকিয়ে আপনি শুধুমাত্র কিবোর্ড এর W বাটন চাপুন, দেখবেন আপনি অনেকটা নিছে মেনে আসছেন। এখন আপনি স্ক্রল করে আরেকটু নিচে নামলে Windows Update নামে একটা Service দেখতে পাবেন। (ছবিতে যেভাবে দেওয়া আছে)


Disabled Some Services For Windows 10 auto Update.

৩। এখন Windows Update নামে সার্ভিসের উপর মাউসের লেপ্ট বাটন ক্লিক করলে উপরে বাম পাশে ‘Stop’ ‘Start’ নামে দুইটা অপশন দেখতে পাবেন। এখান থেকে অবশ্যই Stop এ ক্লিক করবেন। এরপর আবার Windows Update এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করে Startup Type: Manual থেকে Disabled করে Apply করে OK তে ক্লিক করে দিবেন। (ছবিতে যেভাবে দেওয়া আছে)। প্রথম ধাপের কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপ।



Windows Update + Properties + Disabled + Apply + OK




Second Method.


১। প্রথমে কিবোর্ড এর Windows বাটন এবং R বাটন একসাথে চাপতে হবে। (Windows+R) । এখন আপনার সামনে Run নামের একটা বক্স আসবে, এখানে আপনি gpedit.msc লিখে OK বাটনে ক্লিক করবেন। (ছবিতে যেভাবে দেওয়া আছে)


Windows Button + R, write gpedit.msc press ok.


২। এখন আপনার সামনে একটা পেজ আসবে, এখান থেকে আপনি Administrative Templates এ ডাবল ক্লিক করলে আরো কিছু অপশন আসবে। সেখান থেকে Windows Components এ ডাবল ক্লিক করলে আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। (ছবিতে যেভাবে দেওয়া আছে)।


Administrative Templates + Windows Components.


৩। এখন মাউসের স্ক্রল ডাউন করে Windows Update ফোল্ডারে সিঙ্গেল ক্লিক করলে ডান পাশে বেশ কিছু Services দেখতে পাবেন। এখান থেকে Configure Automatic Updates নামের সার্ভিসটি খুজে বের করে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Edit এ ক্লিক করলে আরেকটা বক্স ওপেন হবে, সেখানে Not Configured থেকে Disabled করে Apply করে OK বাটনে ক্লিক করে দিবেন। (ছবিতে যেভাবে দেওয়া আছে)।


Windows Update + Configure automatic update + Edit.

Disabled + Apply + OK.


 আপনার কাজ শেষ! এখন যতদিন আপনি আবার এই অপশন গুলো Enable না করবেন, ততদিন Windows আর নিজে থেকে Update চাইবে না , হবেও না।  এত কষ্ট করে Article টি পড়ার জন্য অনেক ধন্যবাদ! Article টি থেকে যদি আপনার একটু হলেও উপকার আসে, তাহলে দয়া করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ!


Post a Comment

Previous Post Next Post